টাইগারদের দূরন্ত জয়

তামিম-সৌম্যের ১০২ রানের ওপেনিং জুটিতে ভাল শুরু হয় বাংলাদেশের

ভারতকে ৭৯ রানে হারিয়ে ওয়ানডে সিরিজ শুরু করল বাংলাদেশ। মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে ব্যাট করতে নামে মাশরাফি বিন মর্তুজার দল। ইনিংসের দুই বল বাকি থাকতে অল আউট হলেও, তামিম, সৌম্য ও সাকিবের অর্ধ শতকে ভারতকে ৩০৮ রানের লক্ষ্য দেয় টাইগাররা।

জবাবে, শুরুটা ভাল করলেও তাসকিনের গতি আর নবাগত মুস্তাফিজের মিডিয়াম পেইসের কাছে টিকতে পারেনি কোহলি-ধাওয়ানরা। ওপেনার রোহিত শর্মা ছাড়া পঞ্চাশের ওপরে রান করতে পারেনি কেউ। নিজের প্রথম ওডিআই ম্যাচে পাঁচ উইকেট নেওয়ার সম্মান অর্জন করেন মুস্তাফিজুর রহমান। ম্যাচ-সেরাও তিনি। ২ টা করে উইকেট নেন সাকিব ও তাসকিন। ভারত অল আউট হয় ৪ ওভার বাকি থাকতেই।

৩ ম্যাচের ওয়ানডে সিরিজে ১-০ এগিয়ে গেল বাংলাদেশ। দ্বিতীয় ওয়ানডে মিরপুরে ২১ জুন, রবিবার।