মঙ্গলবার ব্রাসেলসে অনুষ্ঠিত বাংলাদেশ এবং ইউরোপীয় ইউনিয়নের সুশাসন ও মানবাধিকার বিষয়ক কমিটির দ্বিবার্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে বাংলাদেশে সংঘটিত, গুম, বিচার বহির্ভূত হত্যাকান্ড, বাক ও স্বাধীন মতামত প্রকাশে বাধা সৃষ্টি ও এবং সুশীল সমাজের ভূমিকাসহ সামগ্রিক অধিকার পরিস্থিতি সংকুচিত করায় উদ্বেগ প্রকাশ করা হয়েছে। বৈঠকে সংখ্যালঘু ও শিশু অধিকারের বিষয়ে উদ্বেগের কথা জানানো হয়।
ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে বাংলাদেশে সব দলের অংশগ্রহণে আগামীতে একটি জাতীয় নির্বাচনের স্বার্থে স্বাধীন, দল-নিরপেক্ষ এবং যোগ্য ব্যক্তিবর্গের সমন্বয়ে একটি নির্বাচন কমিশন গঠনের জন্য সরকারের প্রতি তাগিদ দেয়া হয়েছে।
ইউরোপীয় ইউনিয়ন মিয়ানমার পরিস্থিতির কারণে যারা ওই দেশে আশ্রয়ের জন্য বাংলাদেশে আসছে তাদের ফেরত না পাঠানোর জন্য বাংলাদেশের প্রতি আহবান জানিয়েছে। যতোক্ষণ না পর্যন্ত পরিস্থিতি শান্ত এবং স্থিতিশীল হয়, ততোদিন পর্যন্ত তাদের সহযোগিতা প্রদান করার জন্য ইইউ বাংলাদেশকে অনুরোধ জানিয়েছে।
Your browser doesn’t support HTML5
শুনুন ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বাংলাদেশের বৈঠক বিষয়ে এই প্রতিবেদন