বাংলাদেশে পুনরায় সংক্রমণ বাড়ার আশংকা

প্রতিবেশী দেশ ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশে দ্বিতীয় দফায় করোনাভাইরাসের সংক্রমণ দেখা দেয়ার প্রেক্ষাপটে বাংলাদেশেও পুনরায় সংক্রমণ বাড়ার আশংকার কথা জানিয়েছে করোনা ভাইরাস বিষয়ক জাতীয় কারিগরি পরামর্শক কমিটি।কমিটি এক অনলাইন বৈঠকে সম্ভাব্য দ্বিতীয় দফার সংক্রমণ দ্রুত নির্ণয়ের লক্ষ্যে সতর্ক থাকা এবং সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে করণীয় বিষয়ে দ্রুত রোডম্যাপ তৈরি করে প্রয়োজনে তা বাস্তবায়নের জন্য পূর্ণ প্রস্তুতি নেওয়ার পরামর্শ দিয়েছে বলে সোমবার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। করোনা সংক্রমণের প্রাথমিক পর্যায়ে অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করতে হলেও বর্তমানে পরীক্ষার সক্ষমতা বৃদ্ধি এবং হাসপাতালের সেবার পরিধি ও মান উন্নয়ন করা হয়েছে বলে বৈঠকে উল্লেখ করে এতে বলা হয় যেসকল দিকে এখনো ঘাটতি রয়েছে সেগুলো পূরণ করে পূর্ণ প্রস্তুতি নেয়ার জন্য কমিটি সরকারকে পরামর্শ দিয়েছে। কমিটির সদস্যরা বলেছেন কয়েক সপ্তাহ ধরে দেশে সংক্রমণের হার নিম্নমুখী হলেও এ হার এখনো স্বস্তি দায়ক মাত্রায় পৌঁছায় নাই। সরকারের তরফে আজ গণমাধ্যমকে জানানো হয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের প্রস্তাব এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার অন্তর্বর্তীকালীন গাইডলাইন অনুযায়ী সকল সরকারি হাসপাতাল, জেলা হাসপাতাল, সরকারি পিসিআর ল্যাব এবং সকল স্বাস্থ্য প্রতিষ্ঠানে অ্যান্টিজেন ভিত্তিক পরীক্ষার অনুমতি দেওয়া হয়েছে। অ্যান্টিজেন ভিত্তিক পরীক্ষার অনুমতির জন্য করোনা ভাইরাস বিষয়ক জাতীয় কারিগরি পরামর্শক কমিটির বেশ কয়েক দফা সুপারিশ এবং স্বাস্থ্য অধিদপ্তরের প্রস্তাবের বেশ কিছুদিন পর সরকার এই অনুমতি প্রদান করল। অ্যান্টিজেন ভিত্তিক পরীক্ষার সুবিধা অসুবিধা সম্পর্কে জানতে চাইলে জনস্বাস্থ্য বিশেষজ্ঞ অধ্যাপক মজাহেরুল হক ভয়েস অফ অ্যামেরিকাকে বলেন এটা করোনা পরীক্ষার একটি দ্রুত ও কার্যকর পদ্ধতি এবং সরকারের উচিত ছিল অনেক আগেই এর অনুমতি দেয়া।

এদিকে, আজ বাংলাদেশে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা সাড়ে ৩ লাখ ছাড়িয়েছে।স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন ১৭০৫ জন যার ফলে এ নিয়ে দেশে মোট শনাক্ত হলেন ৩৫০,৬২১ জন করোনা রোগী।একই সময়ে মারা গেছেন ৪০ জন করোনা রোগী যার ফলে করোনায় মৃতের সংখ্যা দাঁড়াল ৪৯৭৯ জনে।স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া হিসেব অনুযায়ী দেশে এ পর্যন্ত ২৫৮,৭১৭ জন করোনা রোগী সুস্থ হয়েছেন।

Your browser doesn’t support HTML5

বাংলাদেশে পুনরায় সংক্রমণ বাড়ার আশংকা