কোভিড নিয়ন্ত্রণে বাংলাদেশ এখনও ভুল পথেই হাঁটছে

বিশ্ব ব্যাংকের স্বাস্থ্য, পুষ্টি ও জনসংখ্যা বিষয়ক কর্মকর্তা ডা. জিয়াউদ্দিন হায়দার মনে করেন, কোভিড নিয়ন্ত্রণে বাংলাদেশ এখনও ভুল পথেই হাঁটছে। শুরুটা ছিল অগোছালো। এখনও পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে।

ডা. জিয়াউদ্দিন হায়দার

জনগণকে সচেতন করতে আমরা সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছি। দুনিয়াব্যাপী যেখানে দ্বিতীয় ঢেউয়ের খবরে জনপ্রতিক্রিয়া তৈরি হয়েছে, সেখানে আমরা রোগী নেই বলে হাসপাতাল বন্ধ করে দিচ্ছি। এটা আত্মঘাতী ছাড়া আর কি হতে পারে! ডা. হায়দার বর্তমানে কম্বোডিয়ায় অবস্থান করছেন। এই দেশটি দক্ষিণপূর্ব এশিয়ায় এক অনন্য রেকর্ড তৈরি করেছে। এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি। বাংলাদেশের অভিজ্ঞতা কি জানতে চাইলে ডা. হায়দার বলেন, অবস্থা দেখে মনে হয়, আমরা আল্লাহ্‌র উপর ছেড়ে দিয়ে বসে আছি। জনগনও আস্থা হারিয়ে ফেলেছে। অথচ বিশ্বব্যাপী পরিস্থিতি আতঙ্কজনক। প্রতিদিন যে মৃত্যুর সংখ্যা দেয়া হয় তা কতটা গ্রহণযোগ্য সে প্রশ্নও রাখেন তিনি। তার ভাষায়, সংখ্যাটা ভুল এবং বিভ্রান্তিকর। তিনি বলেন, দুর্ভাগ্য হচ্ছে কে কোথায় কিভাবে মারা গেল এর কোনো সঠিক হিসেব নেই। গ্রামেগঞ্জে দূরের কথা, শহরেও এই হিসেব রাখে না কোনো সংস্থা। ডা. হায়দার বলেন, মানুষ ভুল করে। আবার ভুল থেকে শেখে। কিন্তু আমরা ভুল স্বীকারই করি না। ফলে, সামনের দিনগুলো যে ভয়ংকর হবে এতে কোনো সন্দেহ নেই।

ওদিকে গত ২৪ ঘণ্টায় আরও এক হাজার ৫৬৭ জন রোগী শনাক্ত হয়েছেন। মারা গেছেন ৩২ জন। সবমিলিয়ে আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৪৭ হাজার ৩৭২ জন। মারা গেছেন ৪ হাজার ৯১৩ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ২ লাখ ৫৪ হাজার ৩৮৬ জন।

Your browser doesn’t support HTML5

কোভিড নিয়ন্ত্রণে বাংলাদেশ এখনও ভুল পথেই হাঁটছে