ঈদ উল আযহার ছুটিতে কর্মস্থল ত্যাগ না করার পরামর্শ দেওয়া হয়েছে গার্মেন্টস কর্মীদের

করোনা ভাইরাসের সংক্রমণের ঝুঁকি এড়াতে আসন্ন ঈদ উল আযহার ছুটিতে কর্মস্থল ত্যাগ না করার জন্য গার্মেন্টস কর্মীদের প্রতি বাংলাদেশ সরকারের তরফে পরামর্শ দেওয়া হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান শুক্রবার সাংবাদিকদের কাছে এ তথ্য জানিয়ে বলেন ঈদের ছুটি তিন দিনই থাকছে এবং এই ছুটি বাড়ানো হবে না। তিনি বলেন ছুটি কালীন সময়ে কোনও সরকারি কর্মকর্তা-কর্মচারী তাঁদের কর্মস্থল ত্যাগ করতে পারবেন না।

এদিকে, বাংলাদেশে গত প্রায় মাসাধিককাল যাবত করোনা ভাইরাসে দৈনিক মৃত্যু ও সংক্রমণের সংখ্যা গড়ে প্রায় একই পর্যায়ে থাকছে। দেশে করোনায় প্রথম মৃত্যুর ১২০ দিনের মাথায় শুক্রবার সরকারি হিসাবে মৃতের সংখ্যা আড়াই হাজার ছাড়িয়েছে এবং প্রথম করোনা রোগী শনাক্তের ১৩১ দিনে আজ শনাক্ত রোগীর সংখ্যা দুইলাখ ছুঁই ছুঁই করছে। আজ স্বাস্থ্য অধিদপ্তরের এক বুলেটিনে বলা হয়েছে গত ২৪ ঘণ্টায় বাংলাদেশে করোনা সংক্রমণে মৃত্যু হয়েছে ৫১ জনের এবং করোনা শনাক্ত হয়েছে অপর ৩০৩৪ জনের। বুলেটিনে বলা হয় এ পর্যন্ত করোনায় মোট মারা গেছেন ২৫৪৭ জন এবং মোট সংক্রামিত মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ১৯৯,৩৫৭ জন। এযাবৎ দেশে ১0৮,৭২৫ জন করোনা রোগী সুস্থ হয়েছেন বলে বুলটিনে উল্লেখ করা হয়েছে।

Your browser doesn’t support HTML5

ঈদ উল আযহার ছুটিতে কর্মস্থল ত্যাগ না করার পরামর্শ দেওয়া হয়েছে গার্মেন্টস কর্মীদের