ওয়ালমার্ট বাংলাদেশে তাদের ২ শ’ ৭৯ সরবরাহকারির সব কটির কারখানা পরিক্ষার নির্দেশ দিয়েছে

বিশ্বের সবচেয়ে বড়ো রিটেইল ব্যবসা প্রতিষ্ঠান ওয়ালমার্ট বাংলাদেশে তাদের মোটমাট ২ শ’ ৭৯ সরবরাহকারির সব কটির কারখানা পরিক্ষা করে দেখবার নির্দেশ দিয়েছে এবং এসব পরিক্ষা পরিদর্শনের কাজ শেষ হলে তার ফলাফল জনসমক্ষে প্রকাশ করা হবে বলে জানিয়েছে । এই সবেই বাংলাদেশের ভবন ধসে ১১ শয়েরও বেশি শ্রমিক নিহত হলে পর ওয়ালমার্ট এ পরিক্ষা-পরিদর্শনের সিদ্ধান্ত নিলো।
নিরাপত্তার বিষয়গুলো খুঁটিয়ে দেখার এ পরিক্ষায় ফেল হলে এবং প্রয়োজনিয় মেরামত-সংষ্কার না করানো হলে সেরকম কোনো কারখানার মাল তারা আর কিনবে না বলে ওয়ালমার্ট জানিয়ে দিয়েছে ।
বিশ্বের বেশ কয়েকটি পরিচ্ছদ ব্যবসা সংশ্লিষ্ট রিটেইল প্রতিষ্ঠান বাংলাদেশে শ্রেয়তরো কর্ম পরিবেশের দাবি জানিয়ে যৌথভাবে যে সম্মতি ব্যক্ত করেছে , সেটা ছাড়া , ওয়ালমার্ট নিজে থেকেই এ পদক্ষেপ নিচ্ছে । বাদবাকি ঐ প্রতিষ্ঠানগুলোর মধ্যে শামিল রয়েছে H& M , ZARA , TESCO , CALVIN KLEIN এবং IZOD