বাংলাদেশের রাজধানী ঢাকার গুলশানে সিহংসতা সম্পর্কে যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউজের এক বিবৃতিতে বলা হয়েছে যে, প্রেসিডেন্ট ওবামাকে এ আক্রমন সম্পর্কে অবহিত করা হয়েছে। প্রেসিডেন্টের হোমল্যান্ড সিকিউরিটি ওকাউন্টার টেরোরিজম বিষক সহকারী লিসা মোনাকো এক বার্তায় বলেন প্রেসিডেন্টওবামা সেখানকার অবস্থার যে কোনো অগ্রগতি সম্পর্কে তাকে জানানোর নির্দেশ দিয়েছেন।