যুদ্ধাপরাধের দায়ে দোষী সাব্যস্ত বিরোধী দলের দুই নেতার মৃত্যুদণ্ড বহাল

বাংলাদেশের শীর্ষ আদালত উনিশ শ’ একাত্তরে স্বাধীনতা যুদ্ধ চলাকালে যুদ্ধাপরাধের দায়ে দোষী সাব্যস্ত বিরোধী দলের দুই নেতার মৃত্যুদন্ড বহাল রেখেছে।

বাংলাদেশের এ্যাটর্নী জেনারেল মাহবুবে আলম বলেছেন-বাংলাদেশ জাতীয়তাবাদী দল বি এন পি-র নেতা সালাহউদ্দীন কাদের চৌধুরী এবং জামাতে ইসলামির আলী আহসান মোহাম্মদ মুজাহিদের আপীল প্রত্যাখ্যাত হওয়ায় তাঁদের ফাঁসি কার্যকর করার পথে এখন আর কোনো বাধা রইলো না। চৌধুরী ও মুজাহিদ- দু’জনই বলা্ৎকার ও গণহত্যার দায়ে বিশেষ যুদ্ধাপরাধ আদালতের রায়ে দোষী সাব্যস্ত হন।

দু’হাজার দশ সালের পর থেকে নিয়ে বাংলাদেশে এক ডজনেরও বেশি বিরোধী দলীয় নেতা যুদ্ধাপরাধের দায়ে দোষী সাব্যস্ত হয়েছেন। বি এন পি- জামাত দু’দলই ঐসব দন্ডবিধানের বিরূপ সমালোচনা করে বলেছে- ওসব ছিলো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত প্রয়াস-বিরোধী দলের লোকজনকে নিশানা করাই ছিলো ওসবের লক্ষ্য।

Your browser doesn’t support HTML5

All Star Cricket