জনগনের ভোটে নয়,অস্ত্রের জোরে ক্ষমতায় সরকার-খালেদা। নাশকতা,সন্ত্রাস করে যারা তাদের ছাড় দেওয়া হবেনা- হাসিনা ।

BNP Chairperson Begum Khaleda Zia বলেছেন বর্তমান সরকার জনগনের ভোটে নয়, অস্ত্রের জোরে ক্ষমতায় টিকে আছে।সোমবার ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানের এক জনসভায় তিনি একথা বলেন – জানাচ্ছেন ঢাকা থেকে মতিয়ুর রহমান চৌধুরী ।

Your browser doesn’t support HTML5

khaleda report




বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন যারা নাশকতা করে , সন্ত্রাস করে তাদের কোনো ছাড় দেওয়া হবেনা –সোমবার দেশের দক্ষিন পশ্চিমাঞ্চলের সাতক্ষিরা জেলা শহরের এক জনসভায় তিনি একথা বলেন – জানাচ্ছেন ঢাকা থেকে জহূরূল আলম ।

Your browser doesn’t support HTML5

hasina report