বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ভারতের মানুষের কাছেও একজন বীর-নরেন্দ্র মোদী

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বুধবার ১৭ই মার্চ এক টুইট বার্তায় লিখেছেন, "বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ভারতের মানুষের কাছেও একজন হিরো। একজন বীর, যিনি স্বাধীন বাংলাদেশের প্রতিষ্ঠা করেছেন, বাংলা ভাষাকে বিশ্বদরবারে মর্যাদা দিয়েছেন। আজ সব ভারতবাসীর সঙ্গে আমিও সেই যুগপুরুষের শততম জন্মবার্ষিকীতে তাঁর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি। মুজিব বর্ষের নানা অনুষ্ঠানে যোগ দিতে এমাসের শেষের দিকে আমি বাংলাদেশে যাচ্ছি"-- লিখেছেন মোদী।

Your browser doesn’t support HTML5

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ভারতের মানুষের কাছেও একজন বীর-নরেন্দ্র মোদী


ভারতের বিদেশমন্ত্রক গতকালই জানিয়েছে যে, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২৬ ও ২৭শে মার্চ বাংলাদেশ সফরে যাচ্ছেন। তিনি সেখানে তিনটি অনুষ্ঠানে যোগ দেবেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উদযাপন, বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পূর্তি এবং ভারত-বাংলাদেশ কূটনৈতিক সম্পর্কের অর্ধশতক পূর্তি। ২০১৫ সালে নরেন্দ্র মোদী শেষবার বাংলাদেশ সফরে গিয়েছিলেন। এবারে করোনা পরিস্থিতিতে এই প্রথম প্রধানমন্ত্রী মোদী বাংলাদেশ সফরে যাচ্ছেন। এর মধ্যে বিদেশে আর কোনোখানে তিনি যাননি। মোদী বারবারই বলেছেন, বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক শুধুমাত্র প্রতিবেশীর নয়, আরও অনেক গভীর। সেই সোনালী সম্পর্ককে আরও শক্তিশালী করতে তিনি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরন্তর চেষ্টা করে যাচ্ছেন।