অস্ট্রেলিয়া সরকার পহেলা ডিসেম্বর থেকে দুটো টিকা নেয়া দক্ষ অভিবাসী এবং আন্তর্জাতিক ছাত্রছাত্রীদের দেশে প্রবেশে অনুমতি দিতে যে কর্মসূচি নিয়েছিল,তাতে পরিবর্তন এনেছেI
প্রধানমন্ত্রী স্কট মরিসন বলেছেন যে ওমিক্রন নামের নতুন প্রকরণের বিস্তারের কারণে সেই কর্মসূচি আরো দু সপ্তাহ বিলম্বিত হবেI
অস্ট্রেলিয়ায় ফেরত আসা বেশ কয়েকজনের দেহে এই প্রকরণ শনাক্ত হয়েছেI বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা WHO এই প্রকরণকে "উদ্বেগজনক ভ্যারিয়েন্ট" বলে উল্লেখ করেI
২০২০ সালের মার্চ থেকে অস্ট্রেলিয়া বেশির ভাগ বিদেশীদের জন্য সীমান্ত বন্ধ করে দিলে ব্যবসায়ী গ্ৰুপসমূহ তাদের র দক্ষ শ্রমিকদের চলমান অভাব মেটাতে তারা অভিবাসী শ্রমিকদের সে দেশে প্রবেশর অনুমতি দিতে অস্ট্রেলিয়ার প্রতি অনুরোধ জানায়I
এই খাতকে প্রতিনিধিত্বকারী, দি বিজনেস কাউন্সিল অফ অস্ট্রেলিয়া, নতুন ভাইরাস প্রকরণের ঝুঁকি নিরুপণের সময় অভিবাসী ও ছাত্রছাত্রীদের অপেক্ষা করতে বাধ্য করার অস্ট্রেলিয়ার নীতিকে সমর্থন করেছেI
তবে এর প্রধান নির্বাহী জেনিফার ওয়েস্টাকট বলেন, অস্ট্রেলিয়ার অভ্যন্তরীণ সীমান্ত খুলে দেয়ার পরিকল্পনাকে এগিয়ে নিতে হবেI অস্ট্রেলিয়া অভ্যন্তরীণ চলাচলে এখনো নিষেধাজ্ঞা রয়েছেI পশ্চিমাঞ্চলীয় অস্ট্রেলিয়া যেখানে এখন মাত্র ৩টি সক্রিয় সংক্রমণ ধরা পড়েছে, তারা অন্যান্য রাজ্য ও অঞ্চলের জনগণের ওপর অত্যন্ত কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছেI