মোগাদিশুতে গাড়ি বোমা বিস্ফোরিত হলে কমপক্ষে সাতজন প্রাণ হারায়

মঙ্গলবার সোমালিয়ার রাজধানী মোগাদিশুতে একটি গাড়ি বোমা বিস্ফোরিত হলে কমপক্ষে সাতজন প্রাণ হারায়। সেখানকার প্রেসিডেন্ট ভবনের কর্মচারী এবং সরকারী কর্মকর্তাদের কাছে একটি জনপ্রিয় রেস্টুরেন্টে মধ্যাহ্ন ভোজনের সময়ে এই বিস্ফোরণটি ঘটে।

আল শাবাবের এক মুখপাত্রকে উদ্ধৃত করে রয়টার বার্তা সংস্থা বলছে যে এই আক্রমণের পেছনে ছিল ঐ জঙ্গি গোষ্ঠিটি। বিস্ফোরণে অন্তত আরও আটজন আহত হয়।

এটি হচ্ছে কয়েকদিনের মধ্যে সোমালিয়ায় আল শাবাবের চতুর্থ আক্রমণ।

এ দিকে যুক্তরাষ্ট্রের সরকার দু জন আল শাবাব নেতাকে আনুষ্ঠানিক ভাবে সন্ত্রাসী বলে ঘোষণা দিয়েছে। তাদের একজন হচ্ছে আল শাবাবের শীর্ষ নেতা আহমেদ দিরিয়ে এবং অপরজন হচ্ছে আব্দি রহিম মোহাম্মাদ ওয়ারসামে । আল শাবাবের শাখা আমনিয়াত সম্প্রতি কিনিয়া বিশ্বিবিদ্যালয়ের যে প্রায় দেড় শ শিক্ষার্থিকে হত্যা করেছে সেখানে এই ব্যক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বলে অভিযোগ আছে।