সিরিয়ার এক মানবাধিকার দল বলছে, আসাদ আরও ক্লোরিন হামলা চালিয়েছে

Syria

সিরিয়ার মানবাধিকার দল অভিযোগ করেছে যে প্রেসিডেণ্ট বাশার আল আসাদের সরকার নতুন করে বিষাক্ত ক্লোরিন গ্যাস ব্যবহার করে আক্রমণ চালিয়েছে।

সিরিয়ান নেটওয়ার্ক ফর হিউম্যান রাইটস দল জানিয়েছে যে বৃহষ্পতিবার অন্তত তিনটি স্থানে গ্যাস ভর্তি ব্যারেল বোমা নিক্ষেপ করে। ঐ হামলায় একজন নিহত হয়েছে এবং ৬০জনের বেশি মানুষ আহত হয়েছেন।

মানবাধিকার দলটি টুইটার বার্তায় জানিয়েছে সিরিয়ার উত্তরপশ্চিমাঞ্চলের আল জানুদাহ, কান-সাফরা এবং হিজারীন নামের ৩টী গ্রামে আক্রমন চালানো হয় এবং একটি হাসপাতালে ওপরে বোম ফেলা হয়েছে।