যুক্তরাষ্ট্রে হত্যাকান্ড বৃদ্ধি: বাইডেন অস্ত্র নিয়ন্ত্রণের জন্য চাপ দেবেন

এই গ্রীষ্মকালে যুক্তরাষ্ট্রে বড় বড় শহরে ‘বন্দুক সহিংসতা’ থামবার কোন লক্ষণ দেখা যাচ্ছে না আর এর ফলেই প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন সক্রিয় হয়ে উঠছে এবং অপরাধ বিচারের সংস্কার সাধন এখন জটিল প্রচেষ্টার মধ্যে রয়েছে। আজ বুধবার বিকেলে বাইডেন সহিংস অপরাধ দমনের লক্ষ্যে কয়েকটি নির্বাহী আদেশের কথা ঘোষণা করতে যাচ্ছেন এবং অস্ত্র নিয়ন্ত্রণ আইন পাশের জন্য তিনি কংগ্রেসের কাছে নতুন করে আহ্বান জানাবেন। পুলিশের সর্ব সাম্প্রতিক উপাত্ত অনুযায়ী নিউ ইয়র্ক সিটিতে এ বছর এ পর্যন্ত ১৯৪ জনকে হত্যা করা হয়েছে ; গত বছর একই সময়ে এই সংখ্যা ছিল ১৭১ জন। যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বৃহত্তম শহর লস এঞ্জিলিসে এ বছর এ পর্যন্ত ১৪৮ জনকে হত্যা করা হয়েছে, গত বছর নিহত হয়েছে ১২১ জন। আর এ দেশের তৃতীয় বৃহত্তম শহর শিকাগোতে হত্যাকান্ড বেড়ে গিয়ে ৩০৭ ‘এ দাঁড়িয়েছে , গত বছর ২৯৬ জনকে হত্যা করা হয়। গত বছর গ্রীষ্মকালে যখন কভিড-১৯ সংশ্লিষ্ট বিধি নিষেধ শিথিল করা হয় তার পর থেকে হত্যাকান্ড এবং গুলি করার ঘটনা বেড়ে যায়। যুক্তরাষ্ট্র ও কানাডার পুলিশ নির্বাহীদের সংগঠন থেকে বলা হয়েছে ২০২০ সালে ৬৭ টি প্রধান শহরে ৮,০৭৭ টি হত্যার ঘটনা ঘটে যা ২০১৯ সালের তূলনায় ৩৩% বেশি। হোয়াইট হাউজের প্রেস সচিব জেন সাকি মঙ্গলবার সংবাদাতাদের বলেন, “আমরা মনে করি সহিংসতার প্রধান উত্স হচ্ছে বন্দুক”।