লিবিয়ার নাগরিকেরা গত ষাট বছরে এই প্রথম বহু দলীয় নির্বাচনে ভোট দেওয়া শুরু করেছেন। শনিবারে তাঁরা জাতীয় সংসদের ২০০ আসনের প্রার্থীদের ভোট দিচ্ছেন। ওই সংসদ আগামী বছরের সংসদীয় নির্বাচনের আগেই একটি অস্থায়ী সরকার গঠন আর খসড়া সংবিধান রচনার দায়িত্ব নেবে। ভোটকেন্দ্র গুলিতে সম্ভাব্য সহিংসতা রোধ করতে নিরাপত্তা রক্ষীদের মোতায়েন করা হয়েছে।
লিবিয়ার কর্মকর্তারা বলেন, বিক্ষোভকারীরা বেনগাযী ও আজদাবিয়া শহর সহ পুর্ব লিবিয়ার কিছু ভোট কেন্দ্র তছনছ করেছে। লিবিয়ার পূর্বাঞ্চলের কয়েকটি গোষ্ঠী বলেছে, ত্রিপোলির কর্মকর্তারা তাদের অবহেলা করে আসছে, তারা সেই অঞ্চলে আরো অধিকারের দাবী জানায়।
লিবিয়ার এই নির্বাচনে ১৪০ টি দল আর কোন কোন দলের কিছু ছোট শাখা অংশ নিচ্ছে। বিশ্লেষকদের মতে ইসলামপন্থীরা ছাড়াও গাদ্দাফী উত্তর অন্তর্বর্তী প্রশাসনে মুখ্য ভূমিকা রক্ষাকারী কয়েকজন ধর্মনিরপেক্ষ কর্মকর্তা নির্বাচনে ভালো করবেন।