দামেস্কে, আত্মঘাতী বোমা বিস্ফোরণে ২৫জন নিহত, আহত হয় অন্যান্য ৪৬জন

দামেস্কে, আত্মঘাতী বোমা বিস্ফোরণে ২৫জন নিহত, আহত হয় অন্যান্য ৪৬জন

শুক্রবার সিরিয়ার রাজধানীতে, একটি ব্যস্ত চৌরাস্তার মোড়ে এক আত্মঘাতী বোমা বিস্ফোরণে ২৫জন নিহত হয়। আহত হয় অন্যান্য ৪৬জন।

সিরিয়ার বার্তা মাধ্যমে বলা হয়েছে দামেস্কের মিদান এলাকায় একটি পুলিশ স্টেশন ও স্কুলের কাছে আত্মঘাতী বোমা আক্রমনকারী বিস্ফোরণ ঘটায়।

পুলিশ ভর্তী একটি বাস আক্রমনের লক্ষ্যবস্তু ছিল। দামেস্কের মিদান এলাকার প্রত্যক্ষ্যদর্শীরা বলেন ট্র্যাফিক লাইটে গাড়িগুলো অপেক্ষা করছিলো যখন বিস্ফোরণ ঘটে। বার্তা মাধ্যমে বলা হয় আত্মঘাতী বোমা আক্রমনকারী বিস্ফোরণ ঘটিয়েছে।

দু সপ্তাহে ওই এলাকায় এটি ছিল দ্বিতীয় প্রচন্ড বিস্ফোরণ। রাষ্ট্রীয় টেলিভিশনে বিস্ফোরণের ঘটনাস্থল দেখা যায়। সেখানে লোকজনের সাক্ষাত্কার নেওয়া হয়। তারা বলেন সরকার বিরোধী গ্রুপ বিস্ফোরণের পেছনে ছিল।