বাংলাদেশের পপ সম্রাট আজম খান রোববার সকালে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে মারা যান। ক্যান্সারাক্রান্ত আজম খানের বয়স হয়েছিলো ৬১ বছর।
সিএমএইচের চিকিৎসক কর্নেল ডা. আজিজুল ইসলাম জানান সকাল ১০টা ২০ মিনিটে মারা যান আজম খান।
আজম খানের মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শোক প্রকাশ করেছেন। মুক্তিযুদ্ধে আজম খানের অবদানের কথাও স্মরণ করেন তিনি। বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া আজম খানের মৃত্যুতে শোক জানিয়েছেন।
বিস্তারিত জানিয়েছেন ঢাকা থেকে জহুরুল আলম।