আমেরিকায় জন্মগ্রহণকারী উগ্রবাদী এক ধর্মীয় নেতা যাকে ইয়েমেনে ও যুক্তরাষ্ট্রে খোঁজ করা হচ্ছিলো তিনি যুক্তরাষ্ট্রের এক বিমান আক্রমনে নিহত হন। প্রকাশিত খবরে বলা হচ্ছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ এর পরিকল্পনা করে।
ইয়েমেনের প্রতিরক্ষা মন্ত্রনালয় বলেছে আনওয়ার আল আওলাকী যার সঙ্গে আল কায়দা বাহিনীর সঙ্গে সংযোগ ছিল, তিনি ও অন্যান্য কয়েকজন সন্দেহভাজন উগ্রবাদী নিহত হয়।
শুক্রবার খুব ভোরে মনুষ্যবিহীন ড্রোন বিমানের হামলায় তিনি নিহত হন যখন তিনি এক কনভয়ে ইয়েমেনের পুর্বাঞ্চলে যাচ্ছিলেন।
ইয়েমেনি সরকার বিস্তারিত কিছু বলেনি কিন্তু ওই খবরের সত্যতা যাচাই করেছেন যুক্তরাষ্ট্রের কয়েকজন কর্মকর্তা যাদের নাম প্রকাশ করা হয়নি।
প্রেসিডেন্ট বারাক ওবামা বলেন আওলাকীর মৃত্যুতে আরব উপদ্বীপে আল কায়দার সংঘঠনের বঅআপক ক্ষতি হলো।
পশ্চিমী সংবাদ সংস্থাগুলো যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে বলেছে সিআইএ এই অভিযান সমন্বিত করে এবং এতে নেতৃত্ব দেয় যুক্তরাষ্ট্রের বিশেষ অপারেশন কম্যান্ড। মে মাসে যে সন্ত্রাস দমন ইউনিট ওসামা বিন লাদেনকে হত্যা করে, ওই কম্যান্ড তাতে নেতৃত্ব দেয়।