আজ বুধবার ৩০ নভেম্বার, আমাদের নিয়মিত কল ইন শো হ্যালো ওয়াশিংটনের আলোচ্য বিষয়: ডার্বানে অনুষ্ঠিত জলবায়ু সম্মেলন ২০১১
আমাদের আজকের হ্যালো ওয়াশিংটনে তিন জন অতিথি ছিলেন, অ্যাডভোকেট সাইদা রিজওয়ানা হাসান, ড: সুফিয়ান খোন্দকার এবং সুভাষ দত্ত।
অ্যাডভোকেট সাইদা রিজওয়ানা হাসান বাংলাদেশে, বাংলাদেশ এনভাইরনমেন্ট লইয়ার্স অ্যাসোসিয়েশানের নির্বাহী পরিচালক।
ড সুফিয়ান খোন্দকার নিউ ইয়র্কের ডিউবেরি গুডকাইন্ড ইংক এর জল সম্পদ বিভাগের সিনিয়র অ্যাসোশিয়েট এবং পরিচালক।
সুভাষ দত্ত পশ্চিমবঙ্গে পরিবেশ বিষয়ে একজন সক্রিয় কর্মী।
শ্রোতারা ডার্বানে অনুষ্ঠিত জলবায়ু সম্মেলন ২০১১ বিষয় প্রশ্ন করেন। যুক্তরাষ্ট্র, বাংলাদেশ ও ভারতের বিভিন্ন স্থান থেকে লোকজন প্রশ্ন করেন।
অনুষ্ঠান পরিচালনা করেন শাগুফতা নাসরিন কুইন।