চীনে আইন অমান্য করা হচ্ছে বলে নিন্দা জানিয়েছেন চীনা মতাদর্শ বিরোধী গোয়াং চেন

চীনের মতাদর্শ বিরোধী চান গোয়াং চেন নিউ ইয়র্ক টাইমস পত্রিকায় তাঁর মতামত জানিয়ে একটি প্রবন্ধ লিখেছেন। সেখানে তিনি তাঁর পরিবার এবং অন্যান্য মতাদর্শীদের ওপর চীনা সরকারের অত্যাচারের বিরুদ্ধে অভিযোগ এনে তা তদন্তের আহ্বান জানিয়েছেন।

স্বশিক্ষিত আইনজীবী যিনি এ মাসের গোড়ার দিকে গৃহবন্দী অবস্থা থেকে পালিয়ে আমেরিকার কূটনৈতিক আশ্রয় প্রার্থনা করেন---তিনি বুধবার বলেন সেখানে আইন নেই এবং সেটাই হচ্ছে "মৌলিক প্রশ্ন" যার দিকে বেইজিং-এর অবশ্যই বিশেষ নজর দেওয়া উচিত।

বর্তমানে চেন তাঁর স্ত্রী ও সন্তানদের নিয়ে আমেরিকায় আছেন। তিনি বলেন, চীনে আইন আছে তবে সেখানে আইনের শাসন নেই। আর তার উতকৃষ্ট উদাহরণ হল তাঁর নিজের ঘটনা।

১৯শে মে চেন এবং তাঁর স্ত্রী ও সন্তানরা যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন। তিনি নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয়ে আইন বিষয়ে লেখাপড়া করার পরিকল্পনা করছেন।