ইউরোপে মারাত্নক ই-কোলাই ব্যাক্টেরিয়ার সংক্রমণে মৃতের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে

বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে বলা হয়েছে ইউরোপে মারাত্নক এক প্রজাতির ই-কোলাই ব্যাক্টেরিয়ার সংক্রমণ ছড়িয়ে পড়ে এবং তাতে ১৮ জন ইউরোপিয়ান প্রান হারায়। সর্বসাম্প্রতিকতম রোগী মারা যায় জার্মানিতে।

জাতিসংঘের এই সংস্থা বৃহষ্পতিবার বলেছে প্রাথমিক পরীক্ষায় দেখা গেছে দুটি ভিন্ন ধরনের ই-কোলাই ব্যাক্টেরিয়া এক হয়ে এই নতুন প্রজাতির ই-কোলাই ব্যাক্টেরিয়ায় পরিনত হয়েছে।

ইউরোপজুড়ে এই প্রজাতির ই-কোলাই ব্যাক্টেরিয়ার সংক্রমণের ফলে আক্রান্তের সংখ্যা ১৫শ' ছাড়িয়ে গেছে। ইউরোপের নয়টি দেশে ই-কোলাই সংক্রমণ ছড়িয়ে পড়েছে। এর মধ্যে জার্মানিতে সংক্রমণের সংখ্যা সর্বাধিক।

রাশিয়া ইউরোপীয় ইউনিয়ন থেকে কাঁচা সব্জি আমদানি নিষিদ্ধ করেছে। ভোক্তার অধিকার সংরক্ষণ সংস্থার প্রধানের উদ্ধৃতি দিয়ে রাশিয়ার গণমাধ্যমে একথা জানানো হয়।