জার্মান চ্যান্সেলর: ইউরোর ভবিষ্যত্ ইউরোপীয় ঐক্যের থেকে অবিচ্ছিন্ন

জার্মান চ্যান্সেলর: ইউরোর ভবিষ্যত্ ইউরোপীয় ঐক্যের থেকে অবিচ্ছিন্ন

অভিন্ন ইউরো মুদ্রা রক্ষা করার লক্ষ্যে, জার্মান চ্যান্সেলার অ্যাংহেলা মার্কেল, ইউরোপের ঋণ সঙ্কট সমাধানের জন্য ব্যয় সংকোচন সহ ইউরোপীয় অর্থনৈতিক ঐক্যের আহ্বান জানিয়েছেন।

মিস মার্কেল শুক্রবার জার্মান সংসদকে বলেছেন ইউরোপীয় ইউনিয়ন চুক্তিতে উল্লেখযোগ্য পরিবর্তন করা প্রয়োজন যাতে ২৭ দেশের ওই ব্লকের সর্বত্র ব্যয় সীমিতকরণ কার্যকর করা যায় এবং যে সব সরকার নিয়ন্ত্রন লঙ্ঘন করে তাদের শাস্তি দেওয়া যায়।

তিনি বলেন ইউরোর ভবিষ্যত্ ইউরোপীয় ঐক্যের থেকে অবিচ্ছিন্ন।