যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টান শুক্রবার রেঙ্গুনে গনতন্ত্রপন্থী নেত্রী অং সান সুচীর সঙ্গে আলোচনা করেন। বর্মায় ৩ দিনের মাইলফলক সফরের চুড়ান্ত দিনে এই বৈঠক হয়। গনতান্ত্রিক সংস্কারে আরও সমর্থন দেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি।
নোবেল শান্তি পুরষ্কার বিজয়ীর বাড়িতে বৈঠকের পর তারা বারান্দায় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। এই বাড়িতে অং সান সুচী গত দু দশকের অধিকাংশ সময় গৃহবন্দী ছিলেন।
ক্লিন্টান অং সান সুচীর প্রশংসা করে বলেন তার দৃঢ় ও সুস্পষ্ট নেতৃত্ব রয়েছে। ক্লিন্টান বলেন বর্মা পৃথিবীতে তাদের যথোপোযুক্ত স্থান করে নিক সেটাই যুক্তরাষ্ট্র দেখতে চায়। তিনি বলেন গনতন্ত্রপন্থী নেত্রী জনগনকে অনুপ্রাণিত করে।