সিরিয়ায় সরকার বিরোধী প্রতিবাদকারীদের উপর দমন অভিযান তীব্র আকার ধারণ করেছে। তার প্রেক্ষিতে যুক্তরাষ্ট্র ও জার্মানি বলেছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের পদক্ষেপ নেওয়া উচিত্। সিরিয়া পরিস্থিতি বিষয়ে আন্তর্জাতিক রাজনৈতিক বিশ্লেষক ড সাইদ ইফতেখার আহমেদ মন্তব্য করেন এক সাক্ষাত্কারে।
ড আহমেদ বলেন জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কতোটা সফল হবে সে বিষয়ে তিনি সন্ধিহান।
জাতিসংঘের এক রিপোর্টে বলা হয়েছে দমন অভিযানে প্রায় ২শো ছাপ্পান্ন শিশু নিহত হয়েছে। এদের অনেকের উপর অত্যাচারও করা হয়েছে। আন্তর্জাতিক সমাজ সে ক্ষেত্রে কি পদক্ষেপ নিতে পারে সে বিষয়েও তিনি মন্তব্য করেন। ড আহমেদ বলেন আন্তর্জাতিক সমাজ বিভিন্ন দেশে লোকজনকে এ বিষয়ে সচেতন করে তুলতে পারে।
আরব লিগ সিরিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে। সে বিষয়েও ড সাইদ ইফতেখার আহমেদ মন্তব্য করেন।