লিবিয়ায় সামরিক প্রধানকে সমাহিত করা হয়

1

লিবিয়ায় বিদ্রোহীদের রাজধানী বেনগাযিতে বৃহষ্পতিবার বিরোধী পক্ষের যে সামরিক প্রধান ও তার ২জন সহকারীকে গুলী করে হত্যা করা হয়, শুক্রবার তাদের দাফনের সময় হাজার হাজার শোকার্ত মানুষ যোগ দেয় ।

আবদেল ফাতাহ ইউনুস ও তার দুই সহকারীকে গুলি করে হত্যা করা হয়।

তাদের জানাযা মিছিলে হাজার হাজার মানুষ যোগ দেয় ।

বিরোধী ট্রান্সিশনালন্যাশনাল কাউন্সিল টি এন সি বলেছে তারা এই হত্যাকান্ড তদন্ত করে দেখছে। টি এন সি র প্রধান বলেছেন, ইউনেস ও তার সহকারীদের যারা দুজনেই কর্ণল ছিলেন, তারা সামরিক বিষয়ে বিরোধী দলের এক বিচার বিভাগীয় কমিটির সামনে জিজ্ঞাসাবাদের জন্য যাওয়ার আগেই তাদের হত্যা করা হয়।

টি এন সি প্রধান মুস্তাফা আবদেল জালিল আরও বলেন যে, সশসত্র বাহিনীর যে ব্যক্তি তাদের মেরেছে তাকে গ্রেফতার করা হয়েছে । তবে কারা এই হামলায় জড়িত ছিল তিনি স্পষ্ট কিছু বলেন নি ।