আরব লীগের শীর্ষ মন্ত্রীরা সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদকে এক জরুরী বার্তা পাঠিয়েছেন, সরকার বিরোধী প্রতিবাদকারীদের বিরুদ্ধে দমন অভিযান বন্ধ করার জন্য।
সিরিয়ার সঙ্কট বিষয়ে লীগের আরব মন্ত্রীদের কমিটির বার্তা এমন সময় পাঠানো হলো যখন মতাদর্শবিরোধীরা বলছে সিরিয়ার নিরাপত্তা বাহিনী শুক্রবার সারা দেশে প্রতিবাদকারীদের সরকার বিরোধী বিক্ষোভকালে ৩৫জনকে মেরে ফেলেছে।
মতাদর্শ সংগ্রামীরা বলছে, নিরাপত্তা বাহিনী, হোমস ও হামাসহ প্রধান প্রধান গোলযোগপূর্ণ শহরে বিক্ষোভকারীদের ওপর গুলী চালায়।
ওদিকে ফরাসী বারআ সংস্থা জানিয়েছে, উত্তরপশ্চিমের ইদলিব প্রদেশে, সামরিক বাহিনীর এক দলছুট সদস্যের দাফনের ঘটনা বিরোধীদের সমাবেশে পরিণত হয় ।
বিরোধী সংগ্রামীরা প্রতিবাদকারীদের প্রতি শুক্রবার বিমান উড্ডয়ন নিষিদ্ধ এলাকার সমর্থনে সমাবেশে যোগ দেওয়ার আহ্বান জানায়।
তারা সোশাল মিডিয়ার সাইটে এই আহ্বান জানিয়ে বলে যে, সরকারী বাহিনীর হাত থেকে সাধারণ মানুষকে রক্ষার জন্য বিমান উড্ডয়ন ব্যবস্থার প্রয়োজন।