যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী লিওন প্যানেটা বলেছেন উত্তর কোরিয়ার সঙ্গে থেমে থাকা পারমানবিক নিরস্ত্রিকরণ আলোচনার লক্ষ্যে সরাসরি সাম্প্রতিকতম বৈঠক হয় তার ফলাফল বিষয়ে তিনি সন্ধিহান।
সোলে দক্ষিণ কোরিয়ার কর্মকর্তাদের সঙ্গে আলোচনার পর বৃহষ্পতিবার প্যানেটা তার ইতস্থতার কথা প্রকাশ করেন।
এর আগে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র বিভাগের অ্যাসিসটেন্ট সেগ্রেটারি কুর্ট ক্যামবেল সাংবাদিকদের বলেন সাম্প্রতিক আলোচনায় অগ্রগতি হয়েছে কিন্তু বড় ধরনের কোন মীমাংশা হয়নি।
কুর্ট ক্যামবেল বৃহষ্পতিবার অঘোষিত এক সফরে সোল যান।