সুপরিচিত এক চীনা মানবাধিকার কর্মীর স্ত্রী বলেছেন তার স্বামীকে রবিবার মুক্তি দেওয়া হয়। নাশকতামূলক তত্পরতা চালানোর অভিযোগে ৩ বছর কারাভোগ করার পর তাকে মুক্তি দেওয়া হলো।
হু জিয়ার স্ত্রী জেং জিনইয়ান এক টুইটার বার্তায় বলেন যে হু নিরাপদে আছেন এবং তিনি খুব অনন্দিত। রবিবার হুর সাড়ে ৩ বছরের কারাদন্ড শেষ হওয়ার কথা।
হু জিয়ার স্ত্রী জেং জিনইয়ান সাংবাদিকদের বলেন তাঁর স্বামীর স্বাস্থ্যের বিষয়ে তিনি উদ্বিগ্ন।
জেং বলেন হু কারাগারে যাওয়ার আগে তার লিভার সিরোসিস দেখা দেয়।
বেজিং অলিম্পিক খেলার কয়েক মাস আগে ২০০৮ সালে তাকে কারাবন্দী করা হয়। চীনে মানবাধিকার লঙ্ঘনের বিষয়টা তুলে ধরার জন্য, তিনি ইন্টারনেট এবং সাংবাদিকদের কাছে দেওয়া সাক্ষাত্কার ব্যবহার করার পর তাকে কারাবন্দী করা হয়।