সিরিয়ায় বিক্ষুদ্ধ হোম্স শহরে আজ আবার নতুন করে আরক্ষা বাহিনীর হামলা হয়েছে ।

সিরিয়ায় বিক্ষুদ্ধ হোম্স শহরে আজ আবার নতুন করে আরক্ষা বাহিনীর হামলা হয়েছে ।

সিরিয়ায় বিক্ষুদ্ধ হোম্স শহরে আজ আবার নতুন করে আরক্ষা বাহিনীর হামলা হয়েছে – আরো ১৩টি প্রান বিনাশ হয়েছে – আরব লীগের প্রস্তাবিত রফায় বাশার আসাদ সরকার চাপের মুখে নিমরাজি হওয়ার পর এটা ঘটলো ঐ সম্মত রফা শেষ পর্যন্ত টিকবে কি না । আরব লীগের তরফের পর্যবেক্ষকেরা ইতিমধ্যেই সিরিয়া পৌঁছুচ্ছে , আগামিকালই তাদের মোতায়েন হবার কথা অথচ আজকেই হোম্সের ঐ বাবা আমর এলাকায় হামলা হয়ে গেলো , ফ্রান্স ও সিরিয়ার বিরোধি পক্ষিয় জাতিয় পরিষদ পর্যবেক্ষকদেরকে অবিলম্বে হোম্সে গিয়ে দায়িত্ব হাতে নেবার আহ্বান জানাচ্ছে , এতে করে একটা মুখোমুখি সংঘাত পরিস্থিতির উদ্ভব ঘটার আশংকা থাকতেও পারে । সুদানের সেনাবাহিনীর এক জেনারেলের ঐ পর্যবেক্ষক দলের নেতৃত্ব দেবার কথা । কায়রোয় আরব লীগের প্রধান নাবীল এলারাবির সঙ্গে কথাবার্তা বলে পর্যবেক্ষন মিশনের কর্মপন্থার নিল নকশা আলোচনা করে ঐ জেনারেল মোহাম্মেদ আদ দাবী সিরিয় চলে গিয়েছেন , অন্যদিকে সিরিয়ার বিরোধি পক্ষের শীর্ষ নেতা এখন সরকারের অবদমন তত্পরতা থামাতে জাতিসংঘের সংশ্লিষ্টতা চাইছেন । এসব প্রশ্ন নিয়ে আলোচনা করেছেন এ সাক্ষাত্কারে যুক্তরাষ্ট্রের শিকাগো য়ুনিভার্সিটি, স্প্রিংফিল্ড ক্যাম্পাসের অধ্যাপক ডক্টর বাকের আহমেদ সিদ্দিকী সরকার কবীরূদ্দীনের সঙ্গে এক সাক্ষাত্কারে ।