জামবিয়ায় নতুন প্রেসিডেন্ট শপথ নিয়েছেন

জামবিয়ার নতুন প্রেসিডেন্ট মাইকেল সাটা

জামবিয়ার দীর্ঘ দিনের বিরোধী নেতা মাইকেল সাটা, এ সপ্তাহে বিপুল ভোটাধিক্যে নির্বাচনে জয়লাভের পর শুক্রবার শপথ গ্রহণ করেন।

চুয়াত্তর বছর বয়ষ্ক সাটা রাজধানী লুসাকায় সুপ্রিম কোর্টে শপথ গ্রহণ করেন।মি সাটা প্রতিশ্রুতি দেন যে তিনি দেশের দরিদ্রদের সাহায্য করবেন এবং দুরনীতির বিরুদ্ধে লড়বেন।

এর আগে সাবেক প্রেসিডেন্ট রুপিয়া বান্ডা জনগনের কাছ থেকে বিদায় নেন।

তিনি বলেন আমার সরে দাড়ানোর সময় হয়েছে এখন। এখন নতুন নেতার সময়। ঈশ্বর জামবিয়ার জনগনের উপর যেন সুদৃষ্টি রাখেন।

মঙ্গলবার নির্বাচন অনুষ্ঠিত হয় এবং শুক্রবার মাঝ রাতে মি সাটাকে বিজয়ী ঘোষণা করা হয়।