লিবিয়ায় শুক্রবার জনগন মিসরাটা শহরের উপকন্ঠে এক বিপনীকেন্দ্রে লাইন ধরে দাড়ান তাদের সাবেক নেতা মোয়াম্মর গাদ্দাফির মরদেহ দেখার জন্য।
একটা পুরোনো মাংশের দোকানে ফ্রিজারে একটি তোষকের উপরে তার দেহ রাখা আছে।
দর্শকের অনেকে তাদের মোবাইল ফোনে বা ভিডিওতে মৃত নেতার ছবি তোলেন।
ভিডিওতে দেখা গেছে গাদ্দাফির মাথায় বাম দিকে এবং বুকের মাঝখানে বুলেটের আঘাতের চিহ্ন।
ওদিকে জাতিসংঘের মানবাধিকার দপ্তর গাদ্দাফির মৃত্যু সম্পর্কে তদন্তের আহ্বান জানিয়েছে। মুখপাত্র রুপার্ট কোলভিল আজ বলেছেন যে সাবেক লিবীয় নেতার মৃত্যু ঠিক কি অবস্থায় হয়েছিল সেটা অস্পষ্ট এবং ভিডিওতে যা দেখানো হয়েছে সেটি খুবই মর্মস্পশী।