ইরাক থেকে যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহার: সম্ভাব্য ফলাফল

বুধবার একুশে ডিসেম্বর হ্যালো ওয়াশিংটন অনুষ্ঠানে আলোচ্য বিষয় ছিল ইরাক থেকে যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহার এবং তার সম্ভাব্য ফলাফল। এই যুদ্ধ ইরাক এবং যুক্তরাষ্ট্রকে কি দিয়েছে? এইউ যুদ্ধ যদি অন্যায় হয়ে থাকে সেজন্য কি কোন বিচার হবে? তেল-গ্যাসই কি ছিল যুক্তরাষ্ট্রের যুদ্ধে যাওয়ার মূল কারন এমনি নানা প্রশ্ন করেছেন আমাদের শ্রোতারা। আর উত্তর দিয়েছেন দুজন গুনী মানুষ। তাঁরা হলেন---

বর্তমানে ফ্লোরিডা নিবাসী ডঃ জিল্লুর রহমান খান—লেখক, রাজনৈতিক সমীক্ষক। যুক্তরাষ্ট্রের উইসকনসিন বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্র বিঞ্জানের সাবেক অধ্যাপক এবং বর্তমানে রউজবুশ প্রফেসর।

এবং ডঃ হাসান ইমাম, ওয়াশিংটনে বিশ্ব ব্যাঙ্কের সাবেক অর্থনীতিবিদ এবং সমীক্ষক ও লেখক।