বিশ্বকাপের আলোকরশ্মির মাঝে কিছু আঁধারের অশনি-সংকেত

বিশ্বকাপের আলোকরশ্মির মাঝে কিছু আঁধারের অশনি-সংকেত

শুক্রবার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল শুরু হচ্ছে। এই শেষ পর্যায়ের ম্যাচে যেমন খেলবে ৫ বারের শিরোপা জয়ী ব্রাজিল, ৪০ বছর আগে শিরোপা জয়ী উরুগুয়ে অন্ততঃ সেমি ফাইনালে খেলার আশায় মাঠে নামবে, আর আফ্রিকা মহাদেশের শেষ ভরসা ‘কৃষ্ণ তারকা দল’ ঘানা, ঠিক তেমনি বিশ্বজুড়ে লক্ষ কোটি দর্শক ভক্ত দিন গুনছে আবার আর্জেন্টিনা বা জার্মানীর সাফল্যের আশায়।

ওদিকে অশনি সংকেত। আলো ঝলমলে বিশ্বকাপ ফুটবলের আসে অন্ধকারে ডুবে যেতে পারে। বিশেষ করে ১ই জুলাই ফাইনালের আগে যেন বাতিগুলো নিভে যাওয়ার আলামত দেখা যাচ্ছে। বেতন বৃদ্ধির দাবীতে দক্ষিণ আফ্রিকার জাতীয় বিদ্যুত্কর্মচারী ইউনিয়ন তাদের দাবী পূরণ করা না হলে, এমনি পরিণতির হুমকী দিয়েছে।