রাশিয়ার একজন কূটনীতিবিদ বলছেন সিরিয়ায় সরকার ও বিক্ষোভকারীদের মধ্যকার ক্রমবর্ধমান সংঘর্ষ সমাধানের ব্যপারে পশ্চিমাদেশ এবং আরব সমর্থিত পরিকল্পনাটি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে অনুমোদন পাওয়ার সম্ভাবনা নেই কারণ মস্কো বিশ্বাস করে যে ঐ প্রস্তাবে বিদেশী বাহিনীর হস্তক্ষেপের বিকল্প বাতিল করা হয়নি।
ইউরোপীয় ইউনিয়নে রাশিয়ার দুত ভ্লাদীমির চিজোভ বুধবার বলেন মস্কো যে বিষয়টির উপর সব চেয়ে বেশি গুরুত্ব দেয়, পশ্চিমা দেশ এবং আরব সমর্থিত খসড়া প্রস্তাবটিতে সেটা নেই। আর তা হচ্ছে বিদেশী সামরিক বাহিনীর হস্তক্ষেপ না করার বিষয়টি।
জাতিসংঘ মহাসচিব বান কি মুন সিরিয়ার বিষয়ে শীঘ্রি পদক্ষেপ নেওয়ার জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে অনুরোধ জানিয়েছেন।