পাকিস্তানে কর্মকর্তারা জানিয়েছেন আত্মঘাতি এক বোমা হামলাকারী উত্তরপশ্চিম অঞ্চলে একটি মসজিদে হামলা চালায়, এতে অন্তত ৪৮জন নিহত হয়েছে।
খায়বার উপজাতীয় অঞ্চলে জুম্মার নামাযের সময় এই হামলার সময় ৩শোজনের বেশি নামাজী মসজিদে ছিলেন। কর্তৃপক্ষ বলেছে অন্তত ১০০জন আহত হয়।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারী ক্লিন্টান নামাজীদের হত্যা কান্ডের তীব্র সমালোচনা করেছেন।
জাতিসংঘের মহাসচীব বান কি মুন বলেছেন উপাসনার স্থানে ইচ্ছাকৃত এই আক্রমনে তিনি মর্মাহত হয়েছেন। তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন।
বন্দর নগরী করাচীতে গত দুদিনের হানাহানিতে ৫২ জনেরও বেশী প্রাণ হারিয়েছে।