সিরিয়ার সরকার এবং জাতিসংঘ, বারবার সহিংসতায় বিঘ্নিত অস্ত্রবিরতির মাঝে শান্তি চুক্তি বাস্তবায়নের এক পরিকল্পনার বিষয়ে একমত হয়েছে। জাতিসংঘ - আরব লীগ এর দূত কোফি আনান এর মধ্যস্থতায় ওই শান্তিচুক্তি হয়।
মি আনানের এক মুখপাত্র বৃহস্পতিবার বলেছেন ওই চুক্তিতে সিরিয়ায় পর্যবেক্ষকদের অগ্রগামী দলের ভুমিকার রুপরেখা দেওয়া হয়েছে। এছাড়াও এতে রয়েছে সরকার ও বিরোধী বাহিনীর মধ্যে অস্ত্র বিরতি পর্যবেক্ষনের শর্তগুলো।
মুখপাত্র বলেছেন মধ্যস্থতাকারীরা একই ধরনের চুক্তির বিষয়ে বিরোধীদের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করছেন।