ইসরাইল সাইনাই এর কাছে পাল্টা আক্রমন চালিয়েছে

ইসরাইল সাইনাই এর কাছে পাল্টা আক্রমন চালিয়েছে

ইসরাইলী পৃথক অক্রমণে অন্তত ১০ জন ফিলিস্তিনি জঙ্গিকে হত্যা করেছে । এই ফিলিস্তিনিদেরকে ইসরাইল-মিশর সীমান্ত সংলগ্ন অঞ্চলে এক নাগড়ে হামলা চালানোর জন্যে অভিযুক্ত করেছে ইসরাইল । এতে আটজন নিহত এবং ৪০ জনের ও বেশি লোক আহত হয়েছে।

ইসরাইলী সৈন্যরা সীমান্ত এলাকায় ৫ জন বন্দুকধারীকে গুলি করে হত্যা করেছে এবং মিশরের সৈন্যরা আরও দু জনকে হত্যা করে। তবে বেশির ভাগ হামলাকারী পালিয়ে গেছে।

ইসরাইলী প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতেনইয়াহু ইসরাইলের পাল্টা আক্রমণের সমর্থনে বলেন " যদি কেউ এমনটি মনে করে থাকে যে ইসরাইল তার ওপর হামলা মেনে নেবে , তা হলে সে ভুল করছে। যখনই কেউ ইসরাইলের নাগরিকের ক্ষতি করে , আমরা তাৎক্ষনিক ভাবে এর বিরুদ্ধে ব্যবস্থা নিই এবং সর্বশক্তি প্রয়োগ করি"।

এ দিকে মিশরের একজন কর্মকর্তা বলছেন যে জঙ্গিদের তাড়া করার সময়ে ইসরাইলের হেলিকপ্টার গানশীপ ভুল করে মিশরের একজন সেনা কর্মকর্তা এবং নিরাপত্তার দায়িত্বে নিযুক্ত আরো দুজনকে হত্যা করেছে।