লিবিয়ার এনটিসির যোদ্দারা দুটি শহরে প্রতিহত হচ্ছে

লিবিয়ার এনটিসির যোদ্দারা দুটি শহরে প্রতিহত হচ্ছে

লিবিয়ার জাতীয় অন্তর্বর্তী পরিষদ এনটিসির যোদ্দারা সির্ত শহরের নিয়ন্ত্রন নেওয়ার জন্য ওই শহরের উপর আরেকদফা আক্রমন চালিয়েছে। এক দিন আগে সাবেক নেতা মোয়াম্মর গাদ্দাফির প্রতি অনুগত সেনারা তাদের প্রতিহত করে।

এনটিসির যোদ্দারা শনিবার সির্তের বাইরে সমবেত হয় এবং নতুন করে হামলা চালায়। সাবেক প্রেসিডেন্টের অনুগতরা পাল্টা রকেট হামলা চালায় ও গোলা বর্ষণ কর। মি গাদ্দাফি জন্মগ্রহন করেছেন ওই শহরে।

সাবেক নেতা কোথায় আছেন এখনও তা অজানা। অবশ্য রয়টার সংবাদ সংস্থা মি গাদ্দাফির মুখপাত্র মুসা ইব্রাহিম এর উদ্ধৃতি দিয়ে বলেছে সাবেক নেতা এখনও লিবিয়ায় আছেন। ইব্রাহিম শনিবার আরও বলেন সিরতে ৩৫০ জন নিহত হয় যখন নেটো অসামরিক ভবনে আক্রমন চালায়। সতন্ত্র সূত্রে ওই দাবী যাচাই করা যায়নি।