শচীন তেন্দুলকার শততম সেঞ্চুরী করলেন, বাংলাদেশ জিতে গেল ৫ উইকেটে

এশিয়া কাপ ক্রিকেট।

আজ বাংলাদেশ জুড়ে আনন্দের ঢল নেমেছে। এশিয়া কাপ ক্রিকেটে বাংলাদেশ ভারতের ম্যাচ ছিল। প্রথমে ভারতের শচীন তেন্দুলকার শততম সেঞ্চুরী করলেন, আর দারুণ উত্তেজনাপূর্ণ খেলায় বাংলাদেশ জিতে গেল ৫ উইকেটে।

ভারত ৫০ ওভারে ৫ উইকেটে ২৮৯ রাণ করলো। জবাবে বাংলাদেশ ৪৯ দশমিক ২ ওভারে ৫ উইকেটে ২৯৩ রাণ করলো।

সাবাস বাংলাদেশ !

বাংলাদেশের ক্রিকেট ভক্তদের অনুভুতি আজ শুধুই ছিল –

বাংলাদেশ আমার বাংলাদেশ। এশিয়া কাপ ক্রিকেটের কথা বলছি।

প্রথমে তো ভারত তথা বিশ্ব ক্রিকেটের উজ্জবল তারকা শচীনের শততম শত রাণের রেকর্ড। যে রেকর্ড আগামী বহু বছর ধরে সাধনা করেই হয়তো কেউ ভাঙ্গতে পারবে । তারপর বাংলাদেশের মরিয়া হয়ে খেলা। আজকের ভারত বাংলাদেশের ম্যাচ এক কথায় ছিল দারুণ উত্তেজনাপূর্ণ ছিল চমত্কার। শেষের দিকে ১২ বলে ১৬ রাণ এখান থেকে বুক দুরু দুরু শুরু হলো। আরে ৩ রাণ করলেই জিতবে -- আর মাত্র ৩ রাণ মীরপুর স্টেডিয়ামের উল্লাস উন্মাদনা ছড়িয়ে পড়েছে সারা দেশে। আর এখন ৫ উইকেটে এই ম্যাচ জয় অসাধারণ খেলা ছিল----দিলু খোন্দকার গতকাল যেমন বলেছিলেন বাংলাদেশ দল তাদের নিজের দিনে, যে কোন ধরণের ফলাফল করতে পারে। সেই খেলাই দেখালো বটে।

খোদ প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং রাষ্ট্রপতি জিল্লুর রহমান অভিনন্দন জানালেন টাইগারদের।