লিবিয়ার নেতা মোয়াম্মর গাদ্দাফি, বিদ্রোহী নিয়ন্ত্রিত বেনগাজি এবং তেল বন্দর ব্রেগায় মিছিল করে যাওয়ার জন্য, তার সমর্থকদের প্রতি আহ্বান জানান।
শনিবার রাষ্ট্র নিয়ন্ত্রিত টেলিভিশনে তার ভাষণ প্রচারিত হয়। বলা হয় পশ্চিমাঞ্চলের শহর জিউইইয়া শহরে তার সমর্থকদের উদ্দেশ্যে তিনি ওই ভাষণ দেন।
ইতোমধ্যে শনিবার বিদ্রোহীরা বলেছে স্থল মাইন ও সরকার পন্থী বাহিনীর গোলা বর্ষণে ব্রেগার পথে অগ্রসর হওয়ার তাদের প্রচেষ্টা বিঘ্নিত হয়।
চিকিত্সা কর্মীরা ও বিদ্রোহীরা বলেছে শুক্রবার তারা পুর্বাঞ্চলের ওই শহরের নিয়ন্ত্রন নেওয়ার অভিযান শুরু করার পর থেকে অন্তত ১০ জন বিদ্রোহী যোদ্ধা নিহত হয়।
তুরষ্কে আন্তর্জাতিক কনটাক্ট গ্রুপের এক বৈঠকে সরকার বিরোধীরা জোরালো সমর্থন পাওয়ার একদিন পরে ব্রেগায় বিদ্রোহীরা একটু পিছিয়ে গেল।
যুক্তরাষ্ট্র সহ ৩০টিরও বেশি দেশ ওই বৈঠকে লিবিয়ার অন্তরবর্তী জাতীয় পরিষদ কে স্বীকৃতি দেয়।