শুক্রবার, যুক্তরাষ্ট্র সহ ৩০টিরও বেশি দেশ বলেছে লিবিয়ার অন্তরবর্তী জাতীয় পরিষদ, টিএনসি কে তারা স্বীকৃতি দিচ্ছে। তারা ঘোষণা করে যে, উত্তর আফ্রিকার ওই দেশটির ওপর – সে দেশের নেতা, মোয়ামার গাদ্দাফির বৈধ কোন কর্তৃত্ব নেই।
রাজনৈতিক বিশ্লেষক ডক্টর অ্যাহতাশাম চৌধুরী, নির্বাচন বিষয়ে একজন বিশেষজ্ঞ এবং তিনি, ইরাকে, নির্বাচন বিষয়ে সাবেক উপদেষ্টা ছিলেন।
লিবিয়া সংশ্লিষ্ট এই সবশেষ ঘটনার প্রেক্ষিতে, ডক্টর অ্যাহতাশাম চৌধুরী বাংলা বিভাগের সঙ্গে এক সাক্ষাত্কারে তার বক্তব্য রাখেন।
তিনি বলেন কুটনৈতিক এই স্বীকৃতি দান, যে সব দেশে সৈরশাসক আছেন তাদের কাছে এই ইঙ্গিত বহন করবে, যে জনগনের জন্য গনতন্ত্র ও বাকস্বাধীনতার মতো অধিকার অর্জনের লক্ষ্যে তাদের এগিয়ে আসতে হবে।
ডঃ অ্যাহতাশাম চৌধুরী মনে করেন মি গাদ্দাফি সহজে ক্ষমতা ছেড়ে দেবেন না।