জাপান ঘোষণা করেছে পারমানবিক এখন ঝুঁকিমুক্ত

জাপান ঘোষণা করেছে পারমানবিক এখন ঝুঁকিমুক্ত

জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিহিকো নোডা বলেছেন ১১ই মার্চ সুনামিতে অকেজো হয়ে যাওয়া পারমানবিক প্রকল্প এখন ঝুঁকিমুক্ত পর্যায়ে পৌঁছেছে। জাপানের সবচাইতে মারাত্নক পারমানবিক দুর্ঘটনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার প্রচেষ্টায় এটাকে মাইলফলক অগ্রগতি হিসাবেই দেখা হচ্ছে।

শুক্রবার প্রধানমন্ত্রী ইয়োশিহিকো নোদা বলেন ফুকুশিমা কেন্দ্রের পরমাণু চুল্লিগুলোতে ৯ মাস আগে যে সঙ্কট শুরু হয় তার অবসান হয়েছে।

তিনি বলেন “পারমানবিক জরুরী পদক্ষেপ গ্রহনের সদর কার্যালয় যার আমি সভাপতি, তার সদস্যরা আজ বৈঠক করেন এবং নিশ্চিত করেছেন যে ফুকুশিমা কেন্দ্রের পরমাণু চুল্লি ঝুঁকিমুক্ত পর্যায়ে পৌঁছেছে”।

জাপানে ১১ মার্চের ভূমিকম্প ও সুনামিতে ফুকুশিমার দায়িচি পরমাণু প্রকল্পের ৬ টি চুল্লি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

সুনামির আঘাতে চুল্লির শীতলকরণ প্রক্রিয়া বিকল হয়ে ৪ টি চুল্লিতে বিস্ফোরণ ঘটে। এতে চুল্লির জ্বালানি রড গলে বিস্তীর্ণ অঞ্চল জুড়ে তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়ে।