যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী লিয়ন পেনেটা আফগান প্রেসিডেন্ট হামিদ কারজায়ীর সংগে বৃহস্পতিবার বৈঠক করেন। বৈঠকের লক্ষ্য ছিল আমেরিকান সেনাকে বিমান যোগে দেশের বাইরে পাঠানোতে যে ক্ষোভ দেখা দিয়েছে তা। ঐ সেনা আফগান অসামরিক জনগণের ওপর গুলিবর্ষণ করেছে বলে অভিযোগ।
পেন্টাগনের মুখপাত্র নৌ-বাহিনীর ক্যাপ্টেন “জন কারবি” বুধবার যুক্তরাষ্ট্রের ঐ সেনাকে কোথায় স্থানান্তর করা হয়েছে সে ব্যাপারে কোন তথ্য প্রকাশ করেননি। তবে “কারবি” বলেন তার নিরাপত্তা এবং তদন্তকারীরা যাতে তাকে সহজে জিজ্ঞাসাবাদ করতে পার সেই জন্য তাকে অন্যত্র সরানো হয়েছে।
যুক্তরাষ্ট্রের ষ্টাফ সর্জেন্টের নাম জানানো হয়নি এবং তার বিরুদ্ধে এখনো অভিযোগ আনা হয়নি।