ওবামা: অর্থনৈতিক সাহায্য কাজ করেছে

ওবামা: অর্থনৈতিক সাহায্য কাজ করেছে

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন মিশিগানে একটি মোটোরগাড়ি নির্মান কারখানা যে গাড়ি তৈরী করছে দক্ষিণ কোরিয়ার যন্ত্রাংশ দিয়ে, তা এটাই প্রমান করে যে মোটোরগাড়ি শিল্পের জন্য তার অর্থনৈতিক সাহায্য কাজ করেছে।

দক্ষিন কোরিয়ার প্রেসিডেন্ট লি মিয়াং বাক এর পাশে দাড়িয়ে মি ওবামা আবারও একটি স্লোগান এর পনরাবৃত্তি করেন, যে স্লোগান তিনি আগে প্রায়ই দিয়েছেন -- রপ্তানি বৃদ্ধি করার জন্য সমান ক্ষেত্র তৈরী করা।

তিনি বলেন আমেরিকানরা যদি কোরিয়া থেকে কীয়া এবং হাইয়েনডাই কিনতে পারেন, আমি জানি কোরিয়ানরা যুক্তরাষ্ট্রে তৈরী ফোর্ড, ক্রাইসলার এবং শেভি কিনতে পারবেন।

মুক্ত বানিজ্য চুক্তির ফলে যুক্তরাষ্ট্র আরও চাকরী হারাবে সেই আশংকা দুর করার চেষ্টা করেন প্রেসিডেন্ট লি।

তিনি বলেন আমি আপনাদের এই প্রতিশ্রুতি দিতে চাই যে মুক্ত বানিজ্য চুক্তি আপনাদের কাছ থেকে কোন চাকরী কেড়ে নেবে না বরং আপনাদের জন্য এবং আপনাদের পরিবারের জন্য কর্মসংস্থান করবে।