ব্যাংককের কাছে বন্যার জল যত ঘনিয়ে আসছে থাইল্যান্ডের উদ্বিগ্ন জনগন তাদের বাড়ি ছেড়ে পালিয়ে যাচ্ছে, মালিকরা তাদের দোকানপাট ছেড়ে চলে যাচ্ছে।
থাই সেনারা শুক্রবার রাজধানীর চতুর্দিকে লোকজনকে অপসারন করতে সাহায্য করে।
ভিচিত রাত্তাকুল হোচ্ছেন এশীয় বিপর্যয় প্রস্তুতি কেন্দ্রের নির্বাহী পরিচালক। তিনি বলেন বন্যার জল কমতে দুমাস পর্যন্ত সময় লাগতে পারে।
তিনি বলেন সহজে এর অবসান হবে না। অন্তত আরও ৫০ দিন লাগবে কারণ এখনও উত্তরে অনেক বেশি জল জমে আছে।
কর্তৃপক্ষ বলেছে থাইল্যান্ডের ছিয়াত্তরটি প্রদেশের ৬১টি তে বন্যা হয়েছে।