বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রী ডঃ দীপু মনি ওয়াশিংটন ডি সিতে অত্যন্ত কর্মব্যস্ত দিন কাটাচ্ছেন গত মঙ্গলবার থেকে। তিনি বিভিন্ন ফোরামে যাচ্ছেন, যুক্তরাষ্ট্র এ আই ডি, বিশ্বব্যাংক, এবং পররাষ্ট্র দফতরে গিয়ে আলোচনা বৈঠকে মিলিত হন । পররাষ্ট্রমন্ত্রী হিলারী ক্লিন্টনের সঙ্গে বৈঠকের পর ভয়েস অফ আমেরিকার সঙ্গে সংক্ষিপ্ত সাক্ষাতকারে বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের বিভিন্ন গুরত্বপূর্ণ ক্ষেত্রে যা কিনা বিশ্বব্যাপী গুরুত্বপূর্ণ বিষয় – সেইসব বিষয়ে অত্যন্ত কার্যকর সহযোগিতা ও অংশীদারিত্ব রয়েছে। তার এই আলোচনাকে তিনি ফলপ্রসু বলে বর্ণনা করে বলেন, ‘আমাদের দ্বিপাক্ষিক সবগুলো গুরুত্বপূর্ণ বিষয় নিয়েই আলোচনা হয়েছে। আমাদের জলবায়ূ পরিবর্তন মোকাবেলা, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা, সন্ত্রাস – জঙ্গীবাদ নিরসন, খাদ্য নিরাপত্তা, সুশাসন প্রতিষ্ঠা সব বিষয় নিয়েই আলোচনা হয়েছে’।
পররাষ্ট্রমন্ত্রী হিলারী ক্লিন্টন বলেন, ‘আমরা অত্যন্ত আগ্রহের সঙ্গে বাংলাদেশ কিভাবে দারিদ্র্য নিরসনে অগ্রগতি অর্জন করেছে তা লক্ষ্য করছি । আমরা সন্ত্রাস প্রতিহত করায় দু দেশের ঘনিষ্ঠ সহযোগিতাকে স্বাগত জানাই, যা কিনা দুটি দেশের জন্যই জরুরী বিষয়। আমরা বাংলাদেশ এবং ওই অঞ্চলের অন্যান্য দেশের সঙ্গে আঞ্চলিক সমন্বয় সাধনে কাজ করতে চাই যাতে আরও অর্থনৈতিক সুযোগ সুবিধার সৃষ্টি হবে’।
পররাষ্ট্রমন্ত্রী ক্লিন্টন আরও বলেন যে, ‘কোন সরকারই এককভাবে কোন পরিবর্তন সাধন করতে পারে না। জনগনের তরফ থেকে পরিবর্তন আসতে হবে। আমরা বাংলাদেশ সরকারের প্রতি গনমাধ্যম যাতে স্বাধীনভাবে কাজ করতে পারে এবং এন জিও গুলো যাতে বাংলাদেশের ভবিষ্যত গড়ায় গতিশীল অবদান রাখতে সক্ষম হয়, তা নিশ্চিত করার আহ্বান জানাচ্ছি’। তিনি গ্রামীন ব্যাংকের কার্যক্রম সম্পর্কে মন্তব্য করেন।
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি বলেন, ‘গ্রামীন ব্যাংক নিয়েও কথা হয়েছে। উভয় পক্ষই আমরা সম্মত যে গ্রামীন ব্যাংক তার যে সুনাম আছে, সেই সুনাম বজায় রেখে, স্থিতিশীলতা বজায় রেখে সেটি ভালভাবে চলছে, চলবে এবং এ ব্যাপারে বাংলাদেশ সরকার যে অঙ্গীকার বদ্ধ সেটিও আমি পুনরব্যক্ত করেছি । আর আমাদের দুদেশের মধ্যে যে সব বিষয় তা সবকিছু নিয়েই, কিভাবে অগ্রগতি হচ্ছে তা পর্যলোচনা করেছি, এবং আমাদের নানান ক্ষেত্রে সহায়তা আরও কতটা সম্প্রসারিত করা সম্ভব সে বিষয় নিয়েও অত্যন্ত ফলপ্রসু আলোচনা হয়েছে’ ।