পাকিস্তানে বিস্ফোরণে পুলিশ অফিসার নিহত

পাকিস্তানের নিরাপত্তা কর্মকর্তারা বলেন, শনিবার পেশাওয়ারে একটি পুলিশের গাড়ীকে লক্ষ্য ক’রে রাস্তার ধারে পাতা এক বোমার আঘাতে একজন পুলিশ অফিসার প্রাণ হারিয়েছে। ঐ ঘটনায় অন্য বরো জন আহত হয়।

ডেপূটি পুলিশ সুপারিন্টেন্ডেন্ট জাভেদ খান সাংবাদিকদের বলেন, একটি পুলিশ যান স্থানীয় পুলিশ স্টেশন থেকে আনা কয়েকজন বন্দী আরোহী সহ আরেকটি ভ্যানকে অনুসরন করার সময়ে বোমা আক্রমনটি ঘটে। বোমা অপসারণের দলের উদ্ধৃতি দিয়ে মিষ্টার খান জানান, বোমাটিতে পাঁচ কিলোগ্রাম বিস্ফোরক ভর্তি ছিলো। তিনি বলেন, আক্রমনে পাঁচ জন পুলিশ আহত হয়েছে, তাদের মধ্যে দু’জনের অবস্থা গুরুতর। দু’জন সন্দেহভাজন লোককে এ ব্যপারে আটক করা হয়েছে বলে তিনি জানান।

ওদিকে বার্তা সংস্থা রয়টার্স জানায়, পাকিস্তানী তালেবান ওই আক্রমনের দায়িত্ব স্বীকার করেছে।