২০১৩ সালে পাকিস্তানে জাতীয় নির্বাচন হবার কথা। তবে সাম্প্রতিক সময়গুলোত সেখানে রাজনৈতিক উত্তাপ বৃদ্ধি পেয়েছে। এই সম্প্রতি করাচিতে ইমরান খান যে সমাবেশ করেছেন , তাতে দেড় লক্ষ লোক যোগ দেন। অনেকেই মনে করছেন যে তিনি এখন পাকিস্তানের জনপ্রিয় রাজনৈতিক নেতা এবং সেখানে উদ্ভব ঘটছে এক নতুন রাজনৈতিক শক্তির। ইমরান খানের সমাবেশে এত লোকের সমাগমে অনেকে বিস্মিত বোধ করেন কারণ সাম্প্রতিক বছরগুলোতে এত বিশাল সমাবেশ পাকিস্তানে হয়নি। তবে ইমরান খানের জনপ্রিয়তা নির্বাচন প্রক্রিয়ায় তাকে সাফল্য এনে দেবে কী না , সে বিষয়ে তাঁর সমালোচকরা সন্দিহান। পাকিস্তানের সাবেক রাষ্ট্রদূত মালিহা লোধি মনে করেন নির্বাচনের রাজনীতি আর সমাবেশ ও বিক্ষোভের রাজনীতি মধ্যে অনেক পার্থক্য আছে।
এ দিকে ভয়েস অফ আমেরিকা বাংলা বিভাগের সঙ্গে এক সাক্ষাৎকারে রাজনৈতিক বিশ্লেষক মাসকাওয়াথ আহসান করাচি থেকে টেলিফোনে বলেন যে নির্বাচন হতে এখনও অনেক সময় বাকি থাকা সত্বেও সেখানে যে রাজনৈতিক উত্তাপ দেখা দিয়েছে তার কারণ অনেকেই মনে করছেন যে প্রেসিডেন্ট আসিফ আলী জারদারীর সরকারের বিরুদ্ধে যে দূর্নীতির অভিযোগ রয়েছে , তার কারণে তাঁর সরকারের মেয়াদ আগে শেষ হতে পারে , হতে পারে মধ্যবর্তী নির্বাচন কিংবা সেখানে অন্তবর্তী সরকার ও গঠিত হতে পারে ।