উত্তর কোরিয়ায় সম্ভাব্য পরিবর্তন এখন ও অনিশ্চিত: অধ্যাপক ইমতিয়াজ আহমেদ

  • আনিস আহমেদ

I

উত্তর কোরিয়ার নতুন ও তরুণ নেতা কিম জং উন , তাঁর সদ্য প্রয়াত পিতা এবং উত্তর কোরিয়ার দীর্ঘ দিনের নেতা কি জং ইলের মরদেহের প্রতি তঁার শ্রদ্ধা নিবেদন করেছেন । কি জং ইলের মৃত্যুর পর সেখানে এখন তাঁর তরুণ ছেলে নের্তৃত্বের শীর্ষে আসলেন। কিন্তু নের্তৃত্বের এই পরিবর্তন সে দেশের রাজনীতিতে এবং কুটনীতিতে কোন রকম পরিবর্তন আনবে কী না , সে নিয়েই ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক , ড ইমতিয়াজ আহমেদ কথা বলছিলেন ভয়েস অফ আমেরিকার সঙ্গে এক একান্ত সাক্ষাৎকারে।

অধ্যাপক ইমতিয়াজ আহমেদ বলেন যে এখনই আঁচ অনুমান করে বলা মুস্কিল যে উত্তর কোরিয়া তরুণ এই নেতা কিম জং উন , যার বয়স বলা হচ্ছে তিরিশ বছরের ও কম তিনি সে দেশের অভ্যন্তরীণ ও পররাষ্ট্র নীতিতে কোন গুণগত পরিবর্তন আনতে পারবেন কী না। আরব বসন্তের মতো সেখানকার তরুণ সমাজের মধ্যে গণতান্ত্রিক স্বাধীনতার পক্ষে জাগরণ সৃষ্টির প্রাযৌক্তিক উপাদান তাদের নাগালের মধ্যে রয়েছে কী না , সে বিষয়ে ও ভাল ভাবে জানা যায় না। তবে সাম্প্রতিক কালে উত্তর কোরিয়ার পার্শ্ববর্তী দেশগুলোতে যে পরিবর্তন আসছে , তা হয়ত কিম জং উনকে প্রণোদনা জোগাতে পারে ; আবার এর বিপরীতটাও ঘটতে পারে । এই তরুণ নের্তৃত্ব বয়োজেষ্ঠ্দের সন্তুষ্ট করতে আরো কঠোর ব্যবস্থাও নিতে পারেন।