আত্মঘাতী বোমা হামলায় ইরাকে ১৯ জন নিহত

আত্মঘাতী বোমা হামলায় ইরাকে ১৯ জন নিহত

ইরাকি কর্মকর্তারা বলছেন যে বাগদাদের কাছে একটি কারাগারের বাইরে একজন আত্মঘাতী বোমাবাজ একটি গাড়িতে বিস্ফোরণ ঘটালে ১৯ জন নিহত এবং অন্তত ২২ জন আহত হয়েছে।

সোমবার সকালে তাজি শহরের আল হৌত কারাগারের প্রবেশ পথে এই বিস্ফোরণটি ঘটানো হয় । কর্তৃপক্ষ বলছে যে নিহতদের মধ্যে দশ জন নিরাপত্তা ব্যক্তি রয়েছে এবং আরও কিছু অসামরিক কর্মি ও আছে।

এ দিকে বাগদাদে সুরক্ষিত গ্রীন জোন এলাকায় অবস্থিত সংসদ ভবনের কাছে সোমবার একটি আক্রমণে দু জন আহত ব্যক্তির মধ্যে একজন ইরাকি বিধায়ক ও রয়েছেন। ঐ হামলায় একজন নিহত হয়েছেন।

এই গাড়ি বোমা আক্রমণটি গত এক সপ্তার মধ্যে এ ধরণের তৃতীয় আক্রমণ।